• ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মার খেলেন হারতা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক

পল্লী অঞ্চল ডেস্ক
প্রকাশিত মে ১৪, ২০২৫, ১৮:১৩ অপরাহ্ণ
জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মার খেলেন হারতা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক

পল্লী অঞ্চল ডেস্ক 

নলছিটি উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিএনপি প্রেমী কতিপয় জনতার হাতে মার খেলেন স্কুল শিক্ষক অলিউল ইসলাম। তিনি দক্ষিণ তেতুলবাড়িয়া গ্রামের জসিম উদ্দিন ওরফে লাল মিয়া মাস্টারের ছেলে ও হারদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 

গত ১১ মে রবিবার সন্ধ্যা সাত ঘটিকার সময় অলি তেতুল বাড়ি বাজারে তাহার পিতা জসীমউদ্দীন শিকদারের দোকানের সামনে বসে তার কয়েকজন অনুসারী নিয়ে স্লোগান দেয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে রাজাকারের আস্থানা এই বাংলায় হবে না বিএনপির দুর্গ জ্বালিয়ে দেও পুড়িয়ে দাও।

 

সহকারী স্কুল শিক্ষকের মুখে এরকম স্লোগান শুনে স্থানীয় লোকজন হতাশ ও হতভাক হয়ে পড়ে এবং কিছু বিএনপি প্রেমী যুবক সেখানে এগিয়ে গিয়ে এর বিতর্কিত স্লোগান দেয়ার কারণ জানতে চাইলে অলি ও তার সাঙ্গপাঙ্গরা লাঠি নিয়ে তেড়ে আসে।

 

এসময় উপস্থিত লোকজন তাকে নিবৃত করার চেষ্টা করলেও অলি আরো বেশামাল হয়ে পড়ে এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয়। পরে কতিপয় বিএনপির প্রেমিক স্থানীয় জনতা কয়েকটি চড় থাপ্পড় দিয়ে ওলীকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

 

পরে হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক অলি তার উপর হামলা হয়েছে কিম্বা তাকে মারধর করা হয়েছে এরকম মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে এলাকা থেকে পালিয়ে এসে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় এবং এখানে নামে মাত্র চিকিৎসা নিয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করে যাহা সাধারণ ডায়েরী হিসাবে গণ্য করা হয়েছে।

 

এ ব্যাপারে স্থানীয় বিএনপি কর্মী হেলাল সিকদার ও হাবিব সিকদারসহ শতাধিক প্রত্যক্ষদর্শীরা জানান অলির বিতর্কিত এহেন স্লোগান তারা সহ আরো অনেকেই শুনেছেন এবং তাৎক্ষণিক তারা এর প্রতিবাদ জানিয়েছেন। একজন সরকারি চাকরিজীবী কিভাবে পলাতক ফেসিস্ট শেখ হাসিনার পক্ষে স্লোগান তোলেন এমন প্রশ্ন স্থানীয় ধরনের। তারা সরকারি স্কুল শিক্ষক অলিউল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অভিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান

সংবাদটি শেয়ার করুন