• ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জিএম কাদেরসহ ২৫০ জনের বিরুদ্ধে বরিশালে মামলা

পল্লী অঞ্চল ডেস্ক
প্রকাশিত মে ৩১, ২০২৫, ১৭:২৬ অপরাহ্ণ
জিএম কাদেরসহ ২৫০ জনের বিরুদ্ধে বরিশালে মামলা

পল্লী অঞ্চল ডেস্ক 
বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন মহানগর গণ অধিকার পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সাগর।

এজাহারে উল্লেখ করা হয়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল নগরীর সদর রোডের ফকির বাড়ি রোলে অবস্থানকালে জাতীয় পার্টির একটি মিছিল বের হয়। সেই মিছিল থেকে সরকারবিরোধী ও গণ অধিকার পরিষদের বিরুদ্ধে কটূক্তিমূলক স্লোগান দেওয়া হয়। এ সময় তাদের শান্তিপূর্ণভাবে স্লোগান বন্ধ করতে অনুরোধ করলে, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সমর্থিত কিছু নেতাকর্মী লোহার রড, বাঁশ, ও ইট নিয়ে হামলা চালায়।

এই হামলায় গুরুতর আহত হন বরিশাল জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগর সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মিরাজুল ইসলামসহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী।

আরও পড়ুন: বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিলে হামলা-পাল্টা হামলার অভিযোগ, আহত ১৫

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- জিএম কাদের, মজিবুল হক চুন্নু, সাইদুল ইসলাম ট্যাপা, রুহুল আমিন হাওলাদার, রত্না আমিন, হাফিজ উদ্দিন আহম্মেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ, লো. জো. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, গোলাম কিবরিয়া টিপু, সেলিম ওসমান, আশরাফুজ্জামান আশু, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম জিন্নাহ, এম এ জলিল, মহাসিনুল ইসলাম হাবুল, মো. জুম্মান, অ্যাডভোকেট এস হাওলাদার, মুফতি আল মাহিস ও মাহমুদ সোহেল। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

সূত্র: সময় সংবাদ

 

সংবাদটি শেয়ার করুন