• ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের কোনো দল নেই: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

পল্লী অঞ্চল ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ১৫:৪৮ অপরাহ্ণ
সাংবাদিকদের কোনো দল নেই: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

কলাপাড়া প্রতিবেদক 

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের কোনো দল নেই, আল্লাহর ওয়াস্তে আপনারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন এবং দেশকে ভালোবাসুন। তিনি বলেন, সাংবাদিকরা চাইলেই সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত হবে।

 

বুধবার (১ অক্টোবর) কুয়াকাটায় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব সদস্যরা এবং কুয়াকাটার স্থানীয় আরও একাধিক সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন সাদেক, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওনের পুলিশ পরিদর্শক নাজমুল ইসলামসহ আরও অনেকে। সভায় বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের আইন জানতে হবে, এবং সেই আইন প্রয়োগ করতে হবে। আমরা একটি জাতীয় ডাটাবেজ তৈরির কাজ শুরু করেছি সাংবাদিকদের জন্য।

 

এটা একটি বড় চ্যালেঞ্জ, তারপরও আমি চেষ্টা করছি এই ডাটাবেজ তৈরি করার। সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি। অনুষ্ঠান শেষে তিনি কুয়াকাটার বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখেন এবং স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এই মতবিনিময় সভা কুয়াকাটার সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মন্তব্য করেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন