নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল বরিশাল জেলা দক্ষিণ শাখার আওতাধীন উজিরপুর উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি পনি এস হাসান এর সুপারিশক্রমে, জেলা কমিটির সম্মানিত সভাপতি আকরাম হোসেন শিভলু এবং সাধারণ সম্পাদক মিজান হাওলাদার এর অনুমতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
এতে আহ্বায়ক করা হয়েছে মো. সোহেল রানা কে ও সদস্য সচিব করা হয়েছে নয়ন সরদার কে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজু রাঁড়ী,যুগ্ম আহ্বায়কবৃন্দ হলেন মো. রাসেল হাওলাদার,রাজু আহম্মেদ ,হৃদয় হোসেন
,মো. আলিমুজ্জামান ভূইয়া ,মাসুদ রানা ,রনি সরদার, সবুজ খলিফা ,মো. মাসুম হাওলাদার,মো. হাফিজুর রহমান,মো. মশিউর মৃধা, মো. মনির হোসেন,মো. বেল্লাল মুন্সী , অন্যনা সদস্যবৃন্দ হলেন , মো. সোলাইমান আব্দুল্লাহ,মো. রাজিব দেওয়ান, মো. সিফাত রাঁড়ী, মো. শফিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম রাজা
মো. রবিউল ইসলাম, মো. রাকিব ভূইয়া, মো. খোকন সরদার,আরিফ হোসেন মুন্না ,মো. শাহীন,মো. রনী হাওলাদার মো. সালমান ফরাজি,মো. পলাশ মাহমুদ মো. বেল্লাল হোসেন, মো. নাঈম রাঁড়ী।
বরিশাল জেলা দক্ষিণ শাখার দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান রিজভী কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আহ্বায়ক কমিটি দলকে আরও সুসংগঠিত করবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর বাংলাদেশ তারুণ্যের আশা-আলোক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।