নলছিটি প্রতিবেদক
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এসএম জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন,গত দেড়যুগ সাংবাদিকরা অনেক নির্যাতিত হয়েছে। অনেকে সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন। কোন সাংবাদিকের যাতে বলতে না হয় গত দুইমাস বেতন পাইনি বা অর্ধেক পেয়েছি। এরজন্য বিএনপি একটি সংবাদ বান্ধব দেশ গড়তে চায়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড.জিয়া হায়দার বলেন,আমাদের প্রতিশোধ হবে দেশ গড়ার মাধ্যমে। বাংলাদেশকে যদি স্বৈরাচার মুক্ত পরিবেশ, গনতান্ত্রিক পরিবেশ আমাদের প্রত্যেকটা মানুষ কথা বলার সুযোগ পাবে। কোন ভয় তার থাকবে না, প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এসময় তিনি স্বাস্থ্য খাত ও কুটির শিল্পের উপরও গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে তিনি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করেন।
এসময়, বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল,
ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার,
নলছিটি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ মোহসীন, সদস্য সচিব রাশেদ খান মিঠু, নলছিটি উপজেলা প্রেসক্লাবের সদস্যগনসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।